নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরের লাল মাটিতে উৎপাদিত ঐতিহ্যবাহী আনারস ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সরকারের ভৌগোলিক নির্দেশক ইউনিট গত ২৪ সেপ্টেম্বর মধুপুরের আনারসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি (সনদপত্র) দেয়।
জেলা প্রশাসকের পাঠানো আবেদনের পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ট্রেডমার্কস অধিদফতরের মহাপরিচালক মো. মুমিন হাসানের সই করা সনদে ৩১ শ্রেণিতে জিআই-৫২ নম্বরে মধুপুরের আনারসকে জিআই পণ্য হিসেবে উল্লেখ করা হয়।
স্থানীয়রা জানান, ১৯৪২ সালে মধুপুরের ইদিলপুর গ্রামের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গারো সম্প্রদায়ের মিজি দয়াময়ী সাংমা প্রথম আনারস চাষ শুরু করেন। এরপর থেকে ক্রমেই এ অঞ্চলে আনারসের চাষ বেড়ে যায়। বতর্মানে উপজেলার বিভিন্ন অঞ্চলে আনারস চাষ হয়ে থাকে। দীর্ঘদিন ধরে আনারস চাষ হওয়ায় এই উপজেলাকে আনারসের রাজধানীও বলা হয়। এ অঞ্চলে উৎপাদিত আনারসের ঐতিহ্য ও সুনাম সারা দেশেই রয়েছে। ভালো দাম পেতে ভোর থেকে বাইসাইকেল অথবা ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানে করে নিজ ক্ষেতে উৎপাদিত আনারস বিক্রি করতে বাজারে নিয়ে যান কৃষক। তবে বিগত বছরের তুলনায় দেশের সার্বিক পরিস্থিতিতে এ বছর আনারসের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে।
মধুপুরের স্থানীয়র কৃষকরা বলেন, ‘মধুপুরের ইতিহাস ও ঐতিহ্য আমাদের আনারস। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। বিশ্ব মানচিত্রে এই আনারসের কল্যাণে মধুপুর উজ্জ্বল নক্ষত্র হয়ে টিকে থাকবে।
’ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের অবস্থান দৃঢ় করতে দেশের ঐতিহ্যবাহী পণ্যের জিআই স্বীকৃতিলাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনারসের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া মধুপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি বিষয়। মধুপুরের আনারস সারা দেশেই জনপ্রিয়। এখন বিশ্ববাসীও এর সঙ্গে পরিচিত হলো। এর ফলে বিশ্বে মধুপুরের আনারসের বাজার সৃষ্টি হবে।
টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. কবির হোসেন মধুপুরের আনারস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চলতি মৌসুমে জেলায় প্রায় ৭ হাজার ৬০০ হেক্টর জমিতে প্রায় পৌনে ৩ লাখ মেট্রিক টন আনারস উৎপাদন হবে। ন্যায্য মূল্য পেতে উন্নত জাতের আনারস উৎপাদনের পাশাপাশি উদ্যোক্তাদের জ্যাম, জেলি, জুস ও আচার উৎপাদনের পরামর্শ দেওয়া হচ্ছে। আনারসটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিদেশে রফতানির ক্ষেত্র সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, ‘রাজধানী ঢাকার নিকটবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ টাঙ্গাইল। জেলাটি ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ। টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও চমচমের পর এবার মধুপুরের আনারস জিআই পণ্য স্বীকৃতি পেলো। এতে আমরা আনন্দিত, সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। জিআই পাওয়ায় এর বিশ্বব্যাপী ব্র্যান্ডিং এবং বাণিজ্যিকভাবে চাষাবাদ আরও বিস্তৃত হবে। জিআইয়ের সুফল পেতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করবো। টাঙ্গাইলের আরও কয়েকটি পণ্য জিআই স্বীকৃতি পেতে আবেদন করা হয়েছে: তথ্য বাংলা ট্রিবিউন।