নিউজ ডেস্ক: ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি এবং মুসলমানদের হত্যার হুমকির প্রতিবাদে ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে চাঁপাইনবাবগঞ্জে আলেম-ওলামা ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়"
বিক্ষক সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে কটূক্তিকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন– আজাইপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি জাহিদ হাসান খাঁন, চারতলা জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল আজিজ, নবাবগঞ্জ কামিল মাদ্রাসার মুফাসির মাওলানা আব্দুল মতিন, তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষক মুফতি হুসাইন আহমেদ, মুফতি আব্দুল হান্নান ও আব্দুল কুদ্দুস সাবেরসহ আরও অনেকে।