আরিফ হোসেন : “শিক্ষকের ক্ণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” ২৪ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসন এর আয়োজনে শনিবার ৫ অক্টোবর সকাল সাড়ে ১০ টার সময় গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও গুণী শিক্ষক ,সন্মননা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত। সভাপতির বক্তব্যে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন এবং শিক্ষকদের যৌক্তিক দাবী পুরনে সরকারের সু দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, মো: জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোদাগাড়ী। তিনি বলেন, শিক্ষকরা জাতির কল্যাণে সর্বদা নিয়োজিত থেকেও একাধিক দায়িত্ব পালন সহ দেশ ও জাতির কল্যাণে কাজ করে থাকেন। তথ্য প্রযুক্তির বিশ্বে শিক্ষকদেরকে আরও সচেতন ও দায়িত্বশীল হয়ে শিক্ষা ব্যবস্থাকে অতুলনীয় করে তুলতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, প্রেমতুলি দাখিল মাদরাসার শিক্ষক গাজী উদ্দীন, কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুলতানা রাজিয়া, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মসিউর রহমান, ললিতনগর ভুষনা দাখিল মাদরাসার সুপার মাহবুবুল আলম, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মজিবুর রহমান, গোদাগাড়ী মহিলা কলেজের সহকারি অধ্যাপক আসফাক আলী, শাহসুলতান কামিল মাদরাসার অধ্যক্ষ হায়াত আলী, গোদাগাড়ী সরকারি কলেজের অক্ষধ্য মাসুদ আলম সিদ্দিকী।
অনুষ্ঠান শুরুর পূর্বে গোদাগাড়ী উপজেলার অন্তরগত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ সহকারী শিক্ষকগণ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাও. মো: দুরুল হোদা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সহকারী শিক্ষক কর্মচারীও সাংবাদিক বৃন্দ।