রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে আড়াই কোটি টাকা মূল্যের হেরোইন সহ একজন মাদারবারিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ১৫ অক্টোবর রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ছয় ঘাঁটি মোড় হতে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ সিরাজুল ইসলাম @ ,আনন্দ (৩২)। রাজশাহী মহানগরীর শাহ-মখদুম থানার সুজানগর পবাপাড়ার মোঃ সানোয়ার হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ আঃ রহিম অফিসার ও ফোর্স-সহ আজ ১৫ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ০০:০৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ি হাট বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ছয় ঘাঁটি তিন রাস্তার মোড়ে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি, রাজশাহী জনাব মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আঃ রহিম অফিসার ও ফোর্স-সহ ১৫ অক্টোবর ২০২৪ রাত ১২:২০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালানোর চেষ্টা কালে ডিবি পুলিশ আসামী মোঃ সিরাজুল ইসলাম @ আনন্দ (৩২) কে তার ডান হাতে থাকা শপিং ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ৫ প্যাকেট বাদামি বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ২ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে অপর একজন পালিয়ে যায়।
এ বিষয়ে ধৃত আসামি (১) মোঃ সিরাজুল ইসলাম (৩২) ও (২)পলাতক আসামী মোঃ ওমর ফারুক (৩৮)দ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।