আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৪:৪৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৪:৪৯:২০ অপরাহ্ন

তিন মাসে অন্তর্বর্তী সরকারের অনেক সাফল্য: ফখরুল


অন্তর্বর্তী সরকার তিন মাসে অনেক কাজ করেছে। কিন্তু মিডিয়া বর্তমান সরকারের কোনো সাফল্য দেখতে পায় না। এই সরকারকে সময় দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
শনিবার (৯ নভেম্বর) দুপুরে হাইকোর্ট অডিটোরিয়ামে ইয়ুথ ফোরামের আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।
 
ফখরুল বলেন, আওয়ামী লীগ যে জঞ্জাল তৈরি করে গেছে, তা সরিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে হবে। আমি একজন গণতন্ত্রকামী মানুষ।
 
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তিন মাসে অনেক কাজ করেছে। সংস্কারের জন্য অনেক কমিশন করেছে, বিচারের উদ্যেগ নিয়েছে। এই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না। আমি তরুণদের অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরুন। এবার যে সুযোগ তৈরি হয়েছে তা হারিয়ে গেলে জাতি হিসেবে আমরা বিপন্ন হয়ে যাব।
 
ফখরুল আরও বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না আর তা হতে হবে সংসদীয় ব্যবস্থায়, সে জন্য নির্বাচন দরকার।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708