আপলোড সময় : ১৮-১১-২০২৪ ০৬:১৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৪ ০৬:১৭:১৬ অপরাহ্ন

গ্রীন ভয়েস রাবি ও রাজশাহী কলেজের বৃক্ষরোপণ




বিশ্বকে বাসযোগ্য করার লক্ষ্যে দূষণমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। সংগঠনটি পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বাড়াতে দেশের তরুণ সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছে।
 
গ্রীন ভয়েসের নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে গতকাল রবিবার (১৭ নভেম্বর ২০২৪) সকাল ১১ টায় পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজ শাখার উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেইন গেইট থেকে বিহাস গেইট পর্যন্ত কৃঞ্চচোরা গাছ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহিন এবং রাজশাহী কলেজ শাখার সভাপতি নাহিদ হাসান জনি সহ প্রমুখ।
 
‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ স্লোগানকে সামনে রেখে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। শুরু থেকেই পরিবেশ দূষণ, ভূমিদস্যু, জলদস্যু, বৃক্ষ নিধনকারী, মাঠ বিপর্যস্তকারী, নদী-নালা-খাল-বিল দখলকারী, খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সংগঠনটি মানুষের কল্যাণে আন্দোলন অব্যাহত রেখেছে।
 
তারা তরুণদের পরিবেশ রক্ষায় উৎসাহী, পরিবেশ সচেতন তরুণ সমাজ গড়তে, টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708