আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১০:১৩:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১১:৪৫:১৬ অপরাহ্ন

পুঠিয়ায় প্রশাসন প্রতিনিধিদের সাথে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কর্মীদের সমসাময়িক সাক্ষাৎ



রাজশাহী পুঠিয়া উপজেলার নির্বাহী অফিসার, এসি ল্যান্ড ও থানার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের কর্মীগণ। 
 
সোমবার বিকেল ৪টার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর, 
এসিল্যান্ড দেবাশীষ বসাক, সহকারী কমিশনার (ভূমি) ও সন্ধা ৬ টায় পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের সাথে সাক্ষাৎ করেন তারা । 
 
মো মোখলেসুর রহমান বিজয় জানান, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ব্যানারে স্থানীয় সরকার পর্যায়ের কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মাদকদ্রব্য বিরোধী বিষয় নিয়ে নিবিড় ভাবে প্রতিনিধিগণের সাথে আলোচনা করেছি। এ সময় প্রতিনিধিগণ সকল কার্যক্রমে আমাদের পূর্নাঙ্গ সহোযোগিতা আশ্বাস দেন৷ 
 
সে সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র মুফাস্সিরুল ইসলাম, ব্যাবসায়ী তানিম, নাহিদুজ্জামা রাজ, মোখলেসুর রহমান বিজয়, সাজু আহমেদ, আবির, রিকো মন্ডল, হাসিব, সাফিন, মেহেদী হাসান বাবু, সিহাব উদ্দিন, রায়হান, ইমন রাজ, ইমামুল হক্, ও সাব্বির।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708