আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৭:৪২:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০৭:৪২:০০ অপরাহ্ন

সিংড়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 


 
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
 
জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রোববার বিকেলে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
 
সিংড়া থানার ওসি আসমাউল হক এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার।
 
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
 
জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
 
তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদক সকল অপরাধের মূল। এজন্য মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।

​​​​​​দৈনিক সোনালী রাজশাহী / কাবিল উদ্দিন কাফি,
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708