আপলোড সময় : ০৭-০৭-২০২৩ ০৮:০৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৩ ০৮:০৫:৩৬ অপরাহ্ন

আগামীকাল ভারতের পঞ্চায়েত নির্বাচন


নিউজ ডেস্ক:  আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার কাঠামোর মূল ভিত্তি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এই ত্রিস্তর হলো গ্রামপর্যায়ের গ্রাম পঞ্চায়েত, থানা পর্যায়ের পঞ্চায়েত সমিতি এবং জেলা পর্যায়ের জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচন হবে রাজনৈতিক দলের প্রতীকে। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি, জাতীয় কংগ্রেস এবং বাম দলের প্রার্থীদের মধ্যে।

 আগামীকাল সোনামসজিদ স্থলবন্দর  বন্ধ : 
ভারতের পঞ্চায়েত নির্বাচন  উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শনিবার এক দিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৯ জুলাই থেকে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোট লিংক লিমিটেড খোলা থাকায় বন্দরের কার্যক্রম চালু ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ত্রিন্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি


ইসমাইল হোসেন ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে আগামীকাল চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। কামাল উদ্দিন জানান, শনিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরে পণ্য খালাসসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে। বিষয়টি ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708