রা জশাহী সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় নগরভবনে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১৬ ডিসেম্বর ২০২৪ উপলক্ষে বিভাগীয় কমিশনার অফিস ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুুরস্কার বিতরণ আয়োজনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় রাসিকের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটির আহবায়ক ও, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোঃ কবির হোসেন, কমিটির সদস্য ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ছানাউল্লাহ, কমিটির সদস্য ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এ,কে,এম মুরশেদ, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটির সদস্য সচিব ও উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু উপস্থিত ছিলেন।