আড়াই মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা সাহিদাকে গুলি করে হত্যার ঘাতক তৌহিদ শেখ তন্ময়কে গ্রেফতার করেছে পুলিশ। ভোলার মনপুরা দ্বীপে পালাতে গিয়ে ইলিশা লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার হয়েছে।
পাঁচ আগষ্ট সরকার পতনের সুযোগে রাজধানীর ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি দিয়ে হত্যা করা হয় সাহিদাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ হাতে গুলি করে হত্যার কথা স্বীকার করেছে তন্ময়।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহম্মদ শামসুল আলম সরকার জানিয়েছেন অস্ত্র লুটের পর ইউটিউব দেখে তা চালানোর কৌশল শেখে তন্ময়। গত শনিবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছিতে ওই অস্ত্র দিয়ে ৬ রাউন্ড গুলি ছুঁড়ে খুন করে প্রেমিকা সাহিদা ইসলাম রাফাকে।
পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি কেরাণীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচ থেকে সোমবার দুপুরে উদ্ধার হয়। এছাড়া, নিহতের ভ্যানিটি ব্যাগটি উদ্ধার করা হয় মহাসড়কের ছনবাড়ি এলাকা থেকে।