অভ্যুত্থানের পূর্বাপর' শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন। জাতীয় জাদুঘর, শাহবাগ, এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে জাতীয় জাদুঘরের নালিনীকান্ত ভট্টশালী গ্যালারীতে আয়োজিত আলোকচিত্র ঘুরে দেখার মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন হয়। আলোকচিত্র ঘুরে দেখার পর জুলাই অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টরি 'JULY: WINGS OF FREEDOM' দেখেন অতিথিবৃন্দ।
আলোকচিত্র প্রদর্শনীটি দুই দিন (৭-৮ ডিসেম্বর ২০২৪) ব্যাপী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। এছাড়া থিয়েটারে ডকুমেন্টরিটি পুনঃপুন প্রদর্শিত হতে থাকবে।
বি.দ্র: প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। কোনো টিকিট কিংবা ফি নেই।