বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রাজশাহীর গোদাগাড়ীর কৃতি সন্তান ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়ায় তাকে সংবর্ধনা জানান গোদাগাড়ী পৌর বিএনপির নেতাকর্মী ও সর্বসাধারণ ।
শনিবার বিকালে পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকার মাদার পুর সরকাকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পৌর বিএনপির ৩নং ওয়ার্ড সহ-সভাপতি হাবিবুর রহমান ।
পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি এস এম বাবু , মৎস্যজীবী দলের সভাপতি বেলাল উদ্দিন , পৌর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হান্নান, বিএনপি নেতা আব্দুর ওয়াহাব, সাবেক ছাত্রদলের সদস্য সচিব নাহিদ, রানা, আয়াতুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।