বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রাজশাহীর গোদাগাড়ীর কৃতি সন্তান ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়ায় তাকে সংবর্ধনা জানান গোদাগাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ড এর সর্বসাধারণ ।
শনিবার বিকালে পৌরসভার ১ নং ওয়ার্ডের সাধারণ জনগণ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকার সিএন্ডবি মোড়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি এনামুল হক। পৌর ছাত্রদল ২ নং ওয়ার্ডের (সাবেক) সেক্রেটারি রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
অনুষ্ঠানের বিশেষ অতিথি এস এম বাবু , উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, পৌর মৎস্যজীবী দলের সভাপতি বেলাল উদ্দিন, সেক্রেটারি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান , আসাদুজ্জামান কাজল, সিনিয়র সহ-সভাপতি আব্দল হান্নান, কাঁকনহাট পৌর মৎস্যজীবী দলের সেক্রেটারি মিলন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হান্নান, পৌর মহিলা দলের সেক্রেটারি শিরীন, বিএনপি নেতা আব্দুর ওয়াহাব, শীষ মোহাম্মদ, আব্দুল জাব্বার (মেম্বার), তোফা, মন্টু, রাহাদ, সাইফুদ্দিন
এছাড়া ও আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা নুর আলম, হাসিবুর, মতিউর রহমান, সুমন, মাসুম সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।