আপলোড সময় : ১০-০৭-২০২৩ ১২:৪৭:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৩ ০১:০৭:০৩ পূর্বাহ্ন

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে মাদককের বড় চালানসহ ২জন গ্রেফতার


নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ১১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব ১১ । গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মাছিমপুর এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে ফাহিম (২৪) ও মাসাবো এলাকার লোকমান হাকিমের ছেলে এমদাদুল হক (২৮)। (৯ জুলাই) রোববার বিকেলে র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

সোনালী রাজশাহী এর সর্বশেষ নিউজ পেতে Google অনূসরণ করুন http://sonalirajshahi.com

র‍্যাব জানান  গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর কান্দিরপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় জনৈক হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগীর ফার্মের ভেতর তল্লাশি চালিয়ে ১১০০ বোতল ফেনসিডিলসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন।
এসংক্রান্ত বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ।
 
Daily Sonali Rajshahi
মাদকের বড় চালান উদ্ধার   
ফেনসিডিল জব্দ   
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708