আপলোড সময় : ০৯-০১-২০২৫ ১১:১৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০১-২০২৫ ১১:১৪:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে তিনদিনব্যাপী লোকনাট্য উৎসব শুরু



 
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসন, রাজশাহীর সহযোগিতায় ও রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ০৯ জানুয়ারি ২০২৫, বৃহষ্পতিবার রাজশাহী সরকারি কলেজ প্রাঙ্গণে ৩দিনব্যাপী ‘লোকনাট্য সমারোহ’ 
শুরু হয়েছে । এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোকনাট্য উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল । স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার, রাজশাহী মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মহিনুল হাসান ও এনডিসি আশিক জামান।
 
 
উদ্বোধনী দিনে রাজশাহীর পবা উপজেলার দল 'গামছা' গম্ভীরা এবং তানোর উপজেলার 
'আলকাপ রঙ্গরস' দল আলকাপ পরিবেশন করবে। ২য় দিন দুর্গাপুর উপজেলার দল 'পঞ্চতারা' মাদারপীরের পালা ও সদর উপজেলার দল
'জয় মা মনসা' মনসা পালা এবং ৩য় দিন পবা উপজেলার দল 'ঐকতান' বিয়েরগীত ও নাটোরের বাগাতিপাড়ার দল দয়ারামপুর থিয়েটার লছিমন পরিবেশন করবে।

দৈনিক সোনালী রাজশাহী / আমানুল্লাহ আমান 
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708