রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আলোচনা সভার মধ্য দিয়ে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী ১ গোদাগাড়ী- তানোর আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চর আষাড়িয়াদহ ইউনিয়নের জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির নেতা-কর্মীরা এই কর্মী সমাবেশ ও আলোচনা সভা করেছে। এই ৩১ দফা এই ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতেই এই আয়োজন। তারা বলেন আওয়ামী লীগের ছোট খাট নির্বাচন, সমাবেশ শুরুর আগেই বিএনপি নেতাকর্মীদের প্রশাসন দিয়ে ধরিয়ে দিত। মিথ্যে মামলা দিয়েই জেলে ভরে রাখতো। তবুও তাঁরা বিএপি দল ছাড়েনি।
চর আষাড়িয়াদহ ইউনিয়ন যুবদলের সভাপতি রজব আলীর পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মী সমাবেশ ও আলোচনা শেষে গোদাগাড়ী তানোরের বিএনপির সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব ব্যারিস্টার মহাম্মদ আমিনুল হকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে অনুষ্ঠান শেষ করা হয়"