আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৬:২৬:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৬:২৬:৫৮ অপরাহ্ন

রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার চান এলাকাবাসী


সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপঙ্গাসি বাজার থেকে চাঁদপাড়া কারিগরপাড়া জামে মসজিদ হয়ে নিজামঁগাতী চার রাস্তা মোড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনূপযোগি হয়ে পড়েছে।

রাস্তার মাঝখানের ব্রিজটির দু’পাশের মাটি সরে গেছে, রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সমস্যা সৃস্টি হয়েছে নূরনবী কবিরাজের মাদ্রাসার পিছনের রাস্তাটি। এই রাস্তা দিয়ে আগে বিভিন্ন ধরনের বড় বড় যানবাহন অনায়াসে চলাচল করতে পারলেও এখন আর চলাচল করতে পারে না। জরুরী কোনো প্রয়োজনে ফায়ার সার্ভিস অথবা এম্বুলেন্স যাতায়াতের দরকার হলে অনায়াসে চলাচল করতে পারবে না।

অত্র এলাকার কৃষকের উৎপাদিত কৃষি পণ্য হাট বাজারে বিক্রয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলা চলে। আর তাছাড়া এমনিতে রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার নেই।এমতাবস্তাহায় উক্ত রাস্তাটি প্রসস্হ করাসহ রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।

দৈনিক সোনালী রাজশাহী  / মোঃ মোকাদ্দেস হোসাইন
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708