নওগাঁর বদলগাছিতে ভুয়া পুলিশ চক্রের ৭ সদস্য গ্রেফতারসহ তাদের নিকট থেকে ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, নগদ ১৫,০০০ দের লাখ টাকা, ১টি ওয়াকি টকি, ১টি খেলনা পিস্তল ও রশি উদ্ধার করেছে পুলিশ।
গত ৩ জানুয়ারি ২০২৫ খ্রিঃ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় ব্যবসায়ী মোঃ নুর ইসলাম (৫১), পিতা-মৃত ওয়াছিম উদ্দিন, সাং-মরড়ো, থানা- ধামইরহাট, জেলা- নওগাঁ দোকান থেকে বাড়ি ফেরার পথে বদলগাছী থানাধীন মথুরাপুর ইউপিস্থ জাবারীপুর এলাকার তিন মাথার মোড় বটতলী নামকস্থানে পৌঁছালে রাস্তার উপর অজ্ঞাতনামা ৭/৮ জন পুলিশ পরিচয়ে তাকে থামিয়ে নগদ ৩৭,১৮০/- এবং ১০০ সিসি মটরসাইকেল ও স্মার্ট মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।
উক্ত বিষয়ে বাদীর এজাহার দায়েরের প্রেক্ষিতে বদলগাছী থানার মামালা নং-১৪, তারিখ- ১৪/০১/২০২৫ খ্রিঃ ধারা- ৩৪১/১৭০/৩৮৪/৩৪ পেনাল কোড রুজু করে। নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় জনাব মোঃ গাজিউর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, জনাব জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল, জনাব মোঃ শাহজাহান আলী, অফিসার ইনচার্জ বদলগাছি থানা এর নেতৃত্বে চৌকস টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে
আসামী ১। পলাশ কুমার পাহান (২৬), পিতা-মাখন পাহান, সাং-রসুলপুর, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ, ২। শতদল কুমার বসাক (৩৯), পিতা-সন্তোষ কুমার বসাক, বর্তমান সাং- বসিপুর পশ্চিম লোকে সরদার কলোনী, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া, স্থায়ী সাং-হাটশাপিলা, থানা- বদলগাছী, জেলা-নওগাঁ, ৩। মোঃ রাসেল হোসেন (৪২), পিতা-আক্কাছ প্রাং, সাং-বসিপুর সদ্দার পাড়া, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া, ০৪। মোঃ রাজু হোসনে (২৭), পিতা-মোঃ আজাহার আলী, সাং-দেব্রাইল, থানা-বদলগাছী জেলা-নওগাঁ, ৫। মোঃ শফিকুল ইসলাম ওরফে শাকিল (৩৬), পিতা-মৃত হাসেম আলী, সাং-দেব্রাইল, থানা-বদলগাছী জেলা-নওগাঁ, ০৬। রাসেদ মিয়া (২৬) পিতা-সাহিদুর রহমান, সাং-সাঘাটা, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা, ০৭। মোঃ ইউসুফ আলী (২২) পিতা-মোঃ আঃ মান্নান, সাং-সবদুলপুর, থানাবদলগাছী, জেলা-নওগাঁকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের নিকট থেকে ০১ টি মোটরসাইকেল, ৫ টি মোবাইল ফোন, নগদ ১৫,০০০/- টাকা, ১টি ওয়াকি টকি, ১টি খেলনা পিস্তল ও রশি জব্দ করে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।