পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে।
সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে গিয়ে পুলিশের প্রতি তাদের প্রত্যাশার কথা শোনার জন্য বিভিন্ন কমিউনিটির সাথে সুধী সমাবেশের আয়োজন করা হচ্ছে।
২৫ জানুয়ারি ২০২৫ তারিখ বিকালে খালিশপুর থানাধীন চিত্রালী বাজারে এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খালিশপুর থানার অফিসার ইনচার্জ জনাব রফিকুল ইসলাম মতবিনিময়কালে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশার পাশাপাশি নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। সমাবেশে উপস্থিত কয়েকজন লোকজন তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।