আপলোড সময় : ০২-০২-২০২৫ ০৮:০৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৫ ০৮:০৪:১৫ অপরাহ্ন

তানোরে বাইসাইকেল থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু


তানোর ( রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে বাইসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ২ ফেব্রুয়ারি (রোববার) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের মোহর হাকিম বাজার মোড়ে।

নিহত যুবক তানোর পৌর এলাকার গুবিরপাড়া গ্রামের শিক্ষক খালেদুর রহমানের পুত্র সাখাওয়াত হোসেন (২৫)। এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় সাখাওয়াত হোসেন তার বাইসাইকেল নিয়ে ঘুরতে বের হন। একেক দিন একেক এলাকায় বাইসাইকেল নিয়ে ঘুরে বেড়ান সাখাওয়াত হোসেন। তারই ধারাবাহিকতায় রোববার সাখাওয়াত হোসেন বাইসাইকেল নিয়ে ঘুরতে বের হন। কিন্তু লাশ হয়ে ফিরতে হলো বাড়িতে।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 

দৈনিক সোনালী রাজশাহী / দেলোয়ার হোসেন সোহেল​​​​​
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708