পাবনা প্রতিনিধি:
উত্তরবঙ্গের শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ পাবনা ইসলামিয়া ফাযিল মাদরাসায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার সকাল ৯ টায় মাদরাসা প্রাঙ্গনে ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পাবনা ইসলামিয়া ফাযিল মাদারাসার সভাপতি মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা পুলিশ সুপার মোঃ মোর্তজা আলী খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব মন্ডল, মর্জিনা লতিফ ট্রাস্টের মহাসচিব আলহাজ্ব আঃ লতিফ বিশ্বাস, দারুল আমান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, বিশিষ্ট ব্যাবসায়ি গোলাম রব্বানী খান কামনা, মাদরাসার শিক্ষক-শিক্ষিকা সহ আরো অনেক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন৷
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়।