আপলোড সময় : ১১-০২-২০২৫ ১০:৫২:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৫ ১০:৫২:১৬ অপরাহ্ন

মনোনীত প্রার্থী, নুরুজ্জামান লিটন

রাজশাহী ০৫ আসনে জামায়াতে সংসদ নির্বাচন কেন্দ্রীক কমিটি গঠন


জামায়াতে ইসলামী, রাজশাহী ০৫ (পুঠিয়া- দুর্গাপুর) সংসদীয় আসনের নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। 
 
মঙ্গলবার বিকাল ৪ টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে জামায়াত ইসলামীর রাজশাহী-০৫ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত করা হয়। 
 
মাওলানা আহমাদ উল্লাহ কে পরিচাক ও অধ্যাপক মিনহাজুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি করা হয়েছে। এছাড়া যুগ্নসচিব করা হয়েছে অধ্যক্ষ আব্দুল মান্নান, অর্থসম্পাদক হাফেজ হাফিজুর রহমান, অফিস সম্পাদক তাহের হুদা রনজু, ও সহকারী শামীম উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক নূর আলম ও সহকারী হাফেজ আমিনুল ইসলাম ডালিম।
 
কমিটির মধ‍্যে অন‍্যান‍্য সদস্যরা হলেন, পুঠিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুনজুর রহমান, সেক্রেটারী এ এইচ এম মুনসুরুল হক, দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম ও সেক্রেটারী শামীম উদ্দিন, শ্রমিক কল‍্যাণ সভাপতি হাজী আমজাদ হোসেন, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা ছাত্রশিবির, যুব বিভাগের প্রতিনিধি, ওলামা বিভাগের প্রতিনিধি, মহিলা জামায়াত ও ছাত্রী সংস্থার প্রতিনিধিগণ। 
 
নির্বাচনী কমিটির অধিবেশন শেষে পরিচালক মাওলানা আহমাদ উল্লাহ নির্বাচন পরিচালনা বিষয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
 
উল্লেখ্য, রাজশাহী-০৫ (পুৃঠিয়া- দুর্গাপুর) সংসদীয় আসনে নুরুজ্জামান লিটনকে জামায়াতের সংসদ সদস্য হিসেবে প্রাথমিক ভাবে মনোনীত করা হয়েছে৷
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708