নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ২১.৩৫ মিনিটের সময় ৬০কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী ০১। মোঃ আনারুল (৩০), পিতাঃ মৃত মংলু, মাতাঃ মোসাঃ মুলেকা বেগম, সাং-রসুলপুর, শিবগঞ্জ পৌরসভা ০৬নং ওয়ার্ড, ০২। মোঃ দুরুল (৩৫), পিতাঃ মোঃ নাইমুল @ চিন্তু @ চেন্টু, মাতাঃ মোসাঃ সেরিনা বেগম, সাং-নয়ালাভাঙ্গা (গুনগুনি পাড়া), ইউপিঃ নয়ালাভাঙ্গা, ০৩। মোঃ কালাম (৪৫), পিতাঃ মোঃ আব্দুর রাজ্জাক, মাতাঃ মোসাঃ টগরী খাতুন, সাং-উত্তর উজিরপুর চামাগ্রাম, ইউপিঃ উজিরপুর, ০৪। মোঃ রজব আলী (৩৬), পিতাঃ মৃত আমজাদ আলী, মাতাঃ মৃত গিনিয়ারা বেগম, সাং-নয়ালাভাঙ্গা মেনিপাড়া, ইউপিঃ নয়ালাভাঙ্গা, সর্ব থানাঃ শিবগঞ্জ ০৫। মোঃ ইসারুল ইসলাম @ বাবু (৩৭), পিতাঃ মৃত ওসমান আলী, মাতাঃ মোসাঃ জহুরুন নেছা, সাং-বালিগ্রাম নতুনপাড়া, থানাঃ সদর সর্ব জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ দেরকে
সোনালী রাজশাহী এর খবর পেতে Google অনুসরণ করুন http://sonali rajshahi.com
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামস্থ জনৈক কালাম মোড়লের বসত বাড়ির উত্তর পাশে ইটের হেয়ারিং রাস্তার উপর থেকে একটি TATA ACE PICKUP এ নিয়ে আসা ৬০(ষাট) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আটক করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে আসামিদের বিরুদ্ধ থানায় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।।