আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১০:০৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১০:০৭:১৭ অপরাহ্ন

পুঠিয়ায় জামায়াত নেতা নুরুজ্জামান লিটন

ফিলিস্তিনিদের রক্ষায় মুসলমানদের ঐক্য প্রয়োজন: জামায়াত


 
রাজশাহীর পুঠিয়ায় কারিগরি কলেজ মাঠে বৃহস্পতিবার জামায়াত ইসলামী পুঠিয়া পৌর শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
 
পুঠিয়া পৌর জামায়াতের সভাপতি এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনোনীত রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) এমপি প্রার্থী জনাব নুরুজ্জামান লিটন। 
 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমাদ উল্লাহ, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পুঠিয়া উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম ডালিম ও জামায়াত নেতা দেলোয়ার হোসেন।  
 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুসলমানদের মধ্যে ঐক্য নাই। যে কারণে ফিলিস্তিনে পৃথিবীর ক্ষুদ্র জাতি ইহুদিরা মুসলিম নিধনের কাজ করতে সাহস পাচ্ছে। সেখানে নির্বিচারে নারী শিশুদের হত্যা করেছ। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে পৃথিবীর মুসলমানদের সোচ্চার হওয়ার আহবান জানান তিনি। 
 
তিনি আরও বলেন, সমাজ থেকে দুর্নীতিসহ সকল পাপাচার দূর করতে ইসলামী শাসন প্রয়োজন। নারীদের শিক্ষিত, স্বাবলম্বী ও নিরাপত্তার জন্য ইসলামী অনুশাসন প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708