আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০১:৫৪:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০১:৫৪:১৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলার ৩ আসামি র‍্যাবের হাতে আটক




​​​​সিরাজগঞ্জে বহুল আলোচিত ক্লুলেস রায়গঞ্জ থানার চাচা-ভাতিজা হত্যা মামলার আসামী ২৪ ঘন্টার মধ্যে ৩ জনকে আটক করেছে র‍্যাব।
 
শনিবার (২২ মার্চ) সকালে র‍্যাব ১২ এর 
কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ এর 
স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন। 
 
এর আগে শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল রায়গঞ্জের বৈকন্ঠপুর এলাকা থেকে তাদের আটক করে।
 
আটককৃত আসামী,রায়গঞ্জ উপজেলার বৈকন্ঠপুর এলাকার সুরুজ্জামান শেখের ছেলে মো. রবিউল ইসলাম (২৫), একই এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪), আ: রাজ্জাক শেখের ছেলে ফেরদৌস শেখ (১৮)।
 
উল্লেখ,এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে বদিউজ্জামানের পুত্র রিয়াজ উদ্দিন (১৯) ও তোতা মিয়ার পুত্র হৃদয় (১৮) এর মরদেহ ভেড়ারদহ ব্রিজের নিচে দুটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহ দুটি উদ্ধার করে। গত ১৭ মার্চে রায়গঞ্জ থানায় নিহতের পরিবার থেকে নিখোঁজের একটি জিডি করেছিলেন।
 
গ্রেফতারকৃত আসামিদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক সোনালী রাজশাহী / কাইয়ুম মাহমুদ
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708