আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১০:২৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১১:০৫:৪৪ অপরাহ্ন

ইদযাত্রায় স্বস্তি: রাজশাহীতে বাস কাউন্টার পরিদর্শনে জেলা প্রশাসন ও বিআরটিএ


 
পবিত্র ইদুল ফিতর ২০২৫ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে রাজশাহী জেলা প্রশাসন ও বিআরটিএ বিশেষ তদারকি চালিয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে বাস কাউন্টারগুলোতে কড়া নজরদারি করা হয়।
 
পরিদর্শনকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাতুল করিম বলেন, “ইদে মানুষ যেন কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে যাত্রীদের হয়রানি রোধ ও পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।
 
 
জেলা প্রশাসন ও বিআরটিএর এই উদ্যোগের ফলে যাত্রীরা নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে পেরেছেন। নিয়মিত মনিটরিংয়ের কারণে ইদযাত্রা আরও স্বস্তিদায়ক হয়ে উঠেছে বলে যাত্রীরা মনে করছেন।

দৈনিক সোনালী রাজশাহী / রাজন আহমেদ
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708