রাজশাহীর দুর্গাপুরে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জামায়াতে ইসলামী দুর্গাপুর পৌর। গতকার রোববার (৩০ মার্চ) বিকেল ৫ টার দিকে পৌর জামায়াতের আমির নূর আলম ও সেক্রেটারি শাহিনুর ইসলাম পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
সে সময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক জেলা সেক্রেটারী মুঃ বেলাল হোসেন, সাবেক কনক্রীট পরিচালক ইন্জি আঃ রাজ্জাক, সাবেক সভাপতি আল মামুন, মুরাদ, ইসাহাক আলী, পৌর যুববিভাগ সভাপতি আব্দুল্লাহ আল শামস, মাড়িয়া ইউনিয়ন যুববিভাগ সভাপতি রনি ইসলাম, মাহবুব আলম, মহিদুল ইসলাম মিথুন, শিবির সভাপতি মহিউদ্দিন সেক্রেটারী জাহিদুল ইসলাম,জামিলুর রহমান প্রমুখ।
নূর আলম বলেন, পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য৷ আমরা সবসময় পৌরবাসির পাশে থাকবো ইনশাআল্লাহ।