আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৬:১৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৬:১৭:৪৪ অপরাহ্ন

দুর্গাপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ পুঠিয়ার যুবক গ্রেপ্তার


 দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে বিদেশি পিস্তলের ১ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ শরীফ আলী (২৫) নামে এক যুবককে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
 
 মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পালীবাজার এলাকার একটি বাঁশের আড়তের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পালীবাজার বাঁশের আড়তের সামনে হতে কোমরে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ১ টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি-সহ শরীফ আলীকে গ্রেপ্তার করে। 
 
গ্রেপ্তারকৃত যুবক রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী গ্রামের হেকমত আলীর ছেলে।
 
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা বলেন, ‘গ্রেপ্তারকৃত যুবকের কাছে থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ । এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে ।
 
দৈনিক সোনালী রাজশাহী / ফরিদ আহমেদ আবির 
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708