আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৮:৩৮:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৮:৩৮:৪৫ অপরাহ্ন

কাটাখালিতে কেপিএল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত



রাজশাহীর কাটাখালিতে যুবসমাজের উদ্যোগে পৌরসভার রাজশাহী জুটমিল মাঠে উদ্যোগে কাটাখালি প্রিমিয়ার লীগ (কেপিএল) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১০ মে) বিকালে উৎসবমুখর পরিবেশে জমজমাট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কেপিএল ম্যানেজিং কমিটির সভাপতি নূরে আলম বিদ্যুৎ এর সভাপতিত্বে ও সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় খালেদ মাসুদ পাইলট । 
 
এতে বিশেষ অতিথি ছিলেন- পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ হাসান। 
 
কেপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল ম্যাচে মনি স্পোর্টস বনাম মওদুদ একাদশ মুখোমুখি হয়।। এতে মওদুদ একাদশকে হারিয়ে মনি স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হয়।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708