আপলোড সময় : ১৬-০৭-২০২৩ ০১:৪২:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৩ ০১:৪২:২৬ অপরাহ্ন

হরিয়ান ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন এর জনসংযোগ -


নিউজ ডেস্ক: রাজশাহী জেলার হরিয়ান ইউ পি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আবুল হোসেন সহ মোট ছয়জন প্রার্থী প্রতিটি ওয়ার্ডে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের নির্বাচনী প্রচারণায় এলাকায় যেন জনগণের মধ্যে জয় জয়কর স্লোগানে নিজ প্রার্থীর পক্ষে এলকা মুখরিত।

তারই ধারাবাহিকতায় আলহাজ্ব মোঃ আবুল হোসেন তার নেতা কর্মীদের সাথে নিয়ে তিন নং ওয়ার্ডের বুধপাড়া গ্রামে ও এলাকার বিভিন্ন ওয়ার্ডের জনগণের সাথে দোয়া ও ভোট প্রার্থনা করেন। এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের সাথে নিয়ে ভোট প্রার্থনা করছেন।
আগামী ১৭ ই জুলাই হরিয়ান ইউ পি নির্বাচন অনুষ্ঠিত হবে। এলাকার জনগণ বলেন, আলহাজ্ব মোঃ আবুল হোসেন এমন একজন মানুষ - যে মানুষটির অন্তরে মানুষের জন্য ভালোবাসা বিদ্যমান, যার শব্দ মালায় ধ্বনিত হয় অবহেলিত জনগোষ্ঠীর আর্তনাদ তিনিই তো মানব দরদী প্রকৃত পক্ষে জনপ্রতিনিধি।

মোট ছয়জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইতিপূর্বে কয়েকজনের সাথে মোবাইলে যোগাযোগ করা হয়েছে কিন্তু তাদের সাক্ষাৎ মিলেনি। নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন তিনি জননেতা আলহাজ্ব মোঃ আবুল হোসেন।


এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এমদাদ হোসেন, শেখ ফরিদ সভাপতি, পবা উপজেলা যুবলীগ,মোঃ তৌফিকুল ইসলাম তৌফিক সাধারণ সম্পাদক, পবা উপজেলা যুবলীগ।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708