আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০৬:৫২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০৬:৫২:১০ অপরাহ্ন

রাজশাহীর

পুঠিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ




​​​​​রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা রফিক মেম্বারের বিরুদ্ধে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রফিক মেম্বার পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি।
 
সোমবার দুপুর দুইটার দিকে পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামের মোঃ হান্নান (৫০) এর সাথে জমিজমার বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের বিএনপি নেতা রফিক মেম্বারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিক মেম্বার তার ১০-১২ জন সহযোগী নিয়ে হান্নানের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট করে। এ সময় হান্নানেরা পরিবার-পরিজন নিয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে যায়।
 
এলাকাবাসী পুঠিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিলে তারা এসে আগুন নেভায়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, হাতিনাদা গ্রামে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশও সেখানে যায়।
 
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708