আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৩:১৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৩:১৪:০৮ অপরাহ্ন

তানোরে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের বৃক্ষ উপহার প্রদান কর্মসূচি

সবুজ পৃথিবী গড়ার শপথ দুই শতাধিক স্কুলশিক্ষার্থীর


 
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ্য পৃথিবী গড়তে এবার রাজশাহীর তানোরে স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীকে বৃক্ষ উপহার দিয়েছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ উপহার দেয় সংগঠনটি। এ সময় গাছ আকাশের দিঁকে উঁচিয়ে ধরে সবুজ পৃথিবী গড়ার শপথ করেন স্কুলের শিক্ষার্থীরা।
 
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এ সময় স্কুলটির প্রধান শিক্ষক পরিতোষ পাল, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য শাহ সোহানুর রহমান ও রুপমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন কাঁঠাল, পেয়ারা, জাম, আমলকি, জলপাই, লেবু, ডালিম, মেহগনি, জারুল, নীম ও ছাতিমসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ উপহার প্রদান করা হয়।
 
এ সময় ‘লাগাব বৃক্ষ, দেব পানি, আমরা গাছ ভালবাসি’, ‘গাছ লাগাব, দেশ গড়ব’, ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। বাসযোগ্য পৃথিবী গড়তে এসব কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708