আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৮:৫৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৮:৫৫:৪৬ অপরাহ্ন

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১


রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে।
 
সোমবার (২১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
 
এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর।
 
১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই
 
২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২
 
৩. ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ১
 
৪. সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২
 
৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২
 
৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত:-১১ নিহত: ২
 
৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১
 
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত: ১, নিহত নেই।
 
এই ৮ হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন ১৭১ জন।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708