ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির উদ্যোগে বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে গোদাগাড়ী বিএনপির পার্টি অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ডাইংপাড়া বাসস্ট্যান্ড মোড় এর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় আবার বিএনপির পার্টি অফিস গিয়ে শেষ হয়।
পরে সেখানে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে দশ থেকে পনেরো হাজার মানুষের এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসর শরিফ উদ্দিন। শরিফ উদ্দিন বলেন জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের প্রতীক। এই আন্দোলনের অর্জন রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এবং একটি নিরপেক্ষ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করে দেশ পরিচালনার দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে তুলে দিতে হবে।
সোভা যাত্রা ও আলোচনা সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও ঐক্যের বার্তা দেয়