আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১১:৪২:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১১:৪২:১৯ অপরাহ্ন

রাজশাহীতে নারীকে পেটানোর অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে


 

 রাজশাহীর দুর্গাপুরে গোলাপজান বিবি(৫০) নামে এক নারীকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 
 
উপজেলার ঝালুকা গ্রামে এ ঘটনা ঘটে। গত সোমবার (৪ আগষ্ট) দূর্গাপুর থানায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওই নারী। 
 
ভুক্তভোগী নারী গোলাপজান বলেন, গত বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় অভিযুক্তদের সাথে। এর জের ধরে নাদের, রাজ্জাক, ও কাদের আমাকে একা পেয়ে ইট দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা সেখান থেকে আমাকে উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আমি ৪ দিন চিকিৎসাধীন ছিলাম। এর আগেও তারা আমাকে ৪ বার মেরেছে কাউকে বিচার দিয়েও বিচার পায়নি। আমার শরীর এখনো ব্যাথা আছে। বিছানা থেকে উঠতে পারছিনা শুধু শুয়ে আছি। কারন তারা প্রভাবশালী তাদের বিচার কেউ করেনা। এখনো তারা আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদান করছে। আমি প্রশাসনের কাছে হামলাকারীদের সুষ্ঠু বিচার চাই। 
 
তবে অভিযুক্ত রাজ্জাক বলেন , ওই নারী আমার চাচি হয়। তার গায়ে কোন হাত তুলা হয়নি। তিনি ঘটনার পরের দিন হাসপাতালে গিয়ে এমনি ভর্তি হোন। এখন ভালো আছেন। তার কোন সমস্যা নেই। 
 
এ বিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো: দরুল হোদা জানান, এ বিষয়ে থানায় একটি সাধারন ডায়েরি করেছেন এক ভূক্তোভোগী নারী। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708