আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ১০:৪৭:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ১০:৪৭:২৬ পূর্বাহ্ন

গণহত্যার বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল


শৈরাচার আওয়ামী লীগ কর্তৃক জুলাই-আগষ্টের গণহত্যার বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপির শাখা যুবদল। 
 
শুক্রবার বিকেল সাড়ে ৫ টার সময় উপজেলার বিড়ালদহ মাইপাড়া বাজারে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। 
 
বিক্ষোভ মিছিলটি পুঠিয়া-দুর্গাপুরের ছাত্রজনতার আয়োজনে রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, জুলফিকার রহমান ভুট্টুর নেতৃত্বে, বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক কোষাধ্যক্ষ এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা।
 
আয়োজিত মিছিলটি মাইরাপাড়া বাজার থেকে শুরু করে ঢাকা রাজশাহী মহাসড়কের প্রথমে পূর্বদিক ও পরে পশ্চিম দিক বিড়ালদহ মাজার হয়ে পুনরায় মাইপাড়া বাজারে এসে বিশাল একটি পথসভা অনুষ্ঠিত হয় ৷ 
 
গোলাম মোস্তফা বক্তব্যে বলেন, ১৭ বছরের যে নৈরাজ্য অত্যাচার ফ্যাসিস্টরা গড়েছিলো, আমাদের নেতা তারেক রহমান এদেশের মানুষকে ভুলে যাননি। শেখ হাসিনার শত অত্যাচার নির্যাতনের পরও তিনি এদেশের মানুষের সাথে থেকে হাসিনা বিরোধী আন্দোলনের যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। তারেক রহমানের নির্দেশনায় জনগনের আন্দোলনের মুখে এই প্রথম সরকার ও তার মন্ত্রীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে৷ মানুষ যেনো ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য ১৭ বছর ধরে আমরা আন্দোলন সংগ্রামে আছি। বর্তমানে ভোটের সুন্দর একটি পরিবেশ তৈরী হয়েছে। তার পরেও একটি কুচক্রী মহল যারা মানুষের শান্তি চায়না তারা এখনো এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য পায়তারা করছে৷ আমরা জাতীয়তাবাদী শক্তি সক্রিয় আছি। আমরা তাদেরও দেশ পেথে পালাতে বাধ্য করবো। 
 
এই বিক্ষোভ মিছিল ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক রায়হান, সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা যুবদলের জুলফিকার রহমান ভূট্টু, পুঠিয়া পৌর যুবদলের সাজাদ হোসেন লাব্বিব, 
 
উপজেলা যুবদল নেতা আহসান মিঠুন জিন্না, সাদেক আলী, উজ্জ্বল, আহসান হাবীব, লিটন, সঞ্জু, পৌর যুবদল সামসুল জোহা বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708