আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০১:১৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০১:১৩:৩১ অপরাহ্ন

গোদাগাড়ীতে নদী ভাঙ্গন ও বন্যা কবলিতদের মাঝে ইউএনও এর ত্রাণ বিতরণ


আরিফ হোসেন: রাজশাহীর গোদাগাড়ীতে নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকায় বন্যার্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ।


মঙ্গলবার দিনভর উপজেলার চর আষারিয়াদহা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করে বন্যার্ত ও নদী ভাঙ্গনে কবলিত একশত পরিবারের মাঝে বিশুদ্ধ পানি ও চাল, ডাল, মুড়িসহ শুকনো খাবার বিতরণ করেন তিনি।


গত কয়েকদিনে পদ্মা নদীর পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পেয়ে গোদাগাড়ী উপজেলার আষারিয়াদহা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত সহ নদী ভাঙ্গন দেখা যায়। ফলে এসব এলাকার মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দেয়। নদী পাড়ের ক্ষতিগ্রস্থ মানুষের দূর্দশা বিবেচনা করে তাদের দিকে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইউএনও।

গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মঙ্গলবার দিনভর উপজেলার আষারিয়াদহা ইউনিয়নের, চর বয়ারমারী, চর নওশেরা, হবুপাড়া, জামাইপাড়া, চর দিয়ার মানিকচকসহ নদী পাড়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

তিনি এসময় বন্যা কবলিত মানুষদের ধৈর্য্য ধরে এ দূর্যোগ মোকাবেলার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব এ. কে. এম মমিনুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার সোহেল রানা, উপজেলা পরিসংখ্যান অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম এছাড়াও আরও উপস্থিত চর আষারিয়াদহা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হোসেন, ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শরিফুল হক, ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য উজ্জ্বল সহ আরো অনেকেই।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708