আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১০:৫৬:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১০:৫৬:৫২ পূর্বাহ্ন

বুয়েটে ভর্তি আবেদন শুরু ১৬ নভেম্বর, পরীক্ষা ১০ জানুয়ারি


২০২৫–২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি আবেদন শুরু আগামী ১৬ নভেম্বর। এবং ১০ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
 
শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সন্ধ্যায় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বলেন, ১৬ নভেম্বর থেকে আমরা আবেদন নেয়া শুরু করব। এটা তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময় চলতে পারে। আবেদনের সময়সীমা নির্ধারণ করে শিগগিরই পত্রিকা ও ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন শেষে ১০ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেয়া হবে।
 
এ বছর বাছাই পরীক্ষা থাকছে না জানিয়ে তিনি বলেন, এবার দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কেবল লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকছে।
 
এবার আবেদনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ কমানো হবে না জানিয়ে অধ্যাপক আব্দুল জলিল বলেন, ফলাফল খারাপ হয়নি। এবার প্রকৃত রেজাল্ট হয়েছে। যারা প্রকৃত মেধাবী, তারা জিপিএ-৫ পেয়েছে। আমাদের আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না। এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া লাগবেই। পদার্থ–রসায়ন এবং গণিতে পৃথকভাবে জিপিএ-৫ পেতে হবে; যেটি আগেও ছিল।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708