আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০১:৫৯:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০১:৫৯:০১ পূর্বাহ্ন

গোদাগাড়ীর পদ্মার তীরে বুদবুদ, দিয়াশলাই ধরালে জ্বলছে আগুন


রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে অদ্ভুত বুদবুদ দেখা দিয়েছে। নদীর পানির নিচে থেকে বুদবুদ উঠছে এবং বালুর ওপর আগুন জ্বলছে। এ নিয়ে উৎসুক জনতা নদী পাড়ে ভিড় করছে।

স্থানীয়রা বলছেন, মঙ্গলবার বিকেল থেকে প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় এমন ঘটনা দেখা গেছে। নদীর পানি ও বালুর মধ্যে বিভিন্ন স্থানে বুদবুদ উঠছে, এবং বালুর বুদবুদে আগুন ধরিয়ে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা পিয়াস উদ্দিন জানান, “কয়েকদিন ধরে নদীর পানি কমে গেছে। মঙ্গলবার থেকেই মানুষ বুদবুদ লক্ষ্য করেছেন। আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি পরীক্ষা করেছেন।” কেউ কেউ আগুনের পাশে দাঁড়িয়ে ভিডিও ও ছবি তুলছেন। শিশু, নারী ও পুরুষ সবাই উৎসুক হয়ে ঘটনাস্থলে ভিড় করছেন ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জমির উদ্দিন বলেন, ‘নদী পাড়ে অসংখ্য বুদ্‌বুদ বের হচ্ছে। এখন কোনো গ্যাসের কারণে এটি হচ্ছে কিনা, তা আমরা জানি না। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাঁরা এসে দেখবেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফয়সাল আহম্মেদ জানান, সকালে প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র থেকে বিষয়টি তাকে জানানো হয়। এরপর তিনি ফায়ার সার্ভিসকে পাঠান। তারা এসে একটি রিপোর্ট দেবেন। গ্যাসের উপস্থিতি আছে কি না, তা জানতে পরীক্ষার জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708