আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৭:১৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৭:১৮:৩৪ অপরাহ্ন

রাজশাহীর পুঠিয়ায়

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নামে স্কুল ছাত্রী অপহরণের মামলা



রাজশাহীর পুঠিয়া উপজেলার ৫ নং শিলমারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এর নামে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। 
গত ২৭ অক্টোবর পুঠিয়া থানায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ও তার ছেলে হৃদয় (২৪) দুই বাবা ছেলের নামে স্কুল ছাত্রী অপহরণের মামলা দায়ের করেন ছাত্রীর বাবা। 
 
ছাত্রীর বাবা অভিযোগ বলেন, হৃদয় তার বাবার পদের ক্ষমতার অপব্যবহার করে আমার স্কুল পড়ুয়া মেয়েকে ( ছাত্রীকে) রাস্তা থেকে জোর করে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে গেছে এই অপহরণের মূল হোতা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম। 
 
এ বিষয়ে শিলমারিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলামকে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
 
এ বিষয়ে পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াসিম হোসেন জানান, স্কুল ছাত্রী অপহরণের মামলায় শিলমারিয়া স্বেচ্ছাসেবক আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম এর নামে পুঠিয়া থানায় মামলার বিষয়টি আমরা অবগত হয়েছি। জেলার আহ্বায়ক এর সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন বলেন, শিলমারিয়া ইউনিয়নের আহ্বায়কের স্কুলছাত্রী অপহরণের সঙ্গে সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708