নিউজ ডেস্ক: রাজশাহী
জেলার বিভিন্ন অঞ্চলে হারিয়ে_যাওয়া_মোবাইল_ফোন_উদ্ধার করে দিলো _রাজশাহী_জেলা_পুলিশ।
জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে হারিয়ে বা চুরি যাওয়া মোবাইল ফোন সেট উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়।
আজ ১৮ টি স্মার্ট ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন৷ পুলিশ হেড কোয়ার্টারের এলআইসি শাখার সহযোগিতায় ফোনগুলো উদ্ধার করা হয়৷ জেলা পুলিশের সেবার তথ্য জনগণকে জানানোর জন্যই আনুষ্ঠানিকভাবে এই আয়োজন করা হয়৷
__________________________________
এদিকে রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেনের বদলির আদেশ প্রাপ্ত হয়েছেন শুনে দেখা করতে এসে সৌজন্য সাক্ষাৎ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ৷
জাতির সূর্য সন্তানগণ পুলিশ সুপার মহোদয়কে রাজশাহীবাসীকে নিরলস সেবা প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান৷
জেলার বিভিন্ন অঞ্চলে হারিয়ে_যাওয়া_মোবাইল_ফোন_উদ্ধার করে দিলো _রাজশাহী_জেলা_পুলিশ।
জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে হারিয়ে বা চুরি যাওয়া মোবাইল ফোন সেট উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়।
আজ ১৮ টি স্মার্ট ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন৷ পুলিশ হেড কোয়ার্টারের এলআইসি শাখার সহযোগিতায় ফোনগুলো উদ্ধার করা হয়৷ জেলা পুলিশের সেবার তথ্য জনগণকে জানানোর জন্যই আনুষ্ঠানিকভাবে এই আয়োজন করা হয়৷
__________________________________
এদিকে রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেনের বদলির আদেশ প্রাপ্ত হয়েছেন শুনে দেখা করতে এসে সৌজন্য সাক্ষাৎ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ৷
জাতির সূর্য সন্তানগণ পুলিশ সুপার মহোদয়কে রাজশাহীবাসীকে নিরলস সেবা প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান৷