নিউজ ডেস্ক: বৃদ্ধা মাকে গাড়ীতে উঠায়ে ছেলে বলেছে, ‘যেখানে ইচ্ছে চলে যাও, আর আসবা না’
এক সপ্তাহ ধরে হিলির রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন বৃদ্ধা শাকিলা বেগম। দিনরাত বসে থাকতেন রাস্তার পাশের একটি বাড়ির বারান্দায়। তিনি শুধু নিজের এবং একমাত্র সন্তানের নাম বলতে পারছেন। তবে নিজ ঠিকানা বলতে পারেননি।
শুধু বলেছেন, তার ছেলে ও ছেলের বউ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বৃদ্ধা শাকিলা বেগমকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। ‘গাড়িতে উঠায়ে ছেলে বলেছে, ‘যেখানে ইচ্ছে চলে যাও, আর আসবা না’ শিরোনামে গত ২১ জুলাই সময় সংবাদে খবর প্রকাশ হওয়ার পর এই বৃদ্ধার ঠিকানা খুঁজতে কাজ শুরু করে স্থানীয় প্রশাসন।
__________________________________________
সেই বৃদ্ধা মায়ের ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে
রোববার (২৩ জুলাই) তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স আনঞ্জুমান আরা বলেন, ‘আমরা প্রতিদিন অনেক রোগীরই সেবা করি। এই বৃদ্ধ মহিলাকে দেখার পর অনেক খারাপ লেগেছে। তাকে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি।’ হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, ‘আমরা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে ওই বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি। এখন সেখানেই তিনি থাকবেন। রোববার বিকেলে এই বৃদ্ধাকে সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধিত রংপুরের একটি বৃদ্ধাশ্রমে নিয়ে যান সেখানকার কর্মকর্তারা