রাজশাহীর কাটাখালী থানাধীন কাটাখালী পৌরসভায় ভেজাল কসমেটিক পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে কাটাখালি মিষ্টি ঘর-এর স্বত্বাধিকারী মোহাম্মদ এনামুল হক রনি-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী-এর উপপরিচালক মো. ইব্রাহিম হোসেন এই জরিমানা ধার্য করেন।
কাটাখালী থানা পুলিশ অভিযান চালিয়ে কাটাখালি পৌরসভার পশ্চিম পাশে অবস্থিত কাটাখালি মিষ্টি ঘর থেকে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিক পণ্য উদ্ধার করে। এই পণ্যগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং অবৈধভাবে উৎপাদিত হচ্ছিল।
উদ্ধারকৃত ভেজাল পণ্যগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইব্রাহিম হোসেন জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় এই ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। ভেজাল পণ্য উৎপাদনকারীকে এই গুরুতর অপরাধের জন্য পঞ্চাশ হাজার টাকা (৫০,০০০/-) জরিমানা করা হয়।
কাটাখালি থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, অনেক দিন থেকে এই ব্যাবসা করে আসছে, আমরা বুঝতে পারিনি৷ মিষ্টির ব্যাবসার আড়ালে এই ব্যাবসা করতো যা বোঝার উপাই ছিলোনা৷ অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছে৷