শাহ্ সোহানুর রহমানঃ রাজশাহীর দুর্গাপুরে সড়কের পাশে থাকা এক প্রতিবন্ধী বৃদ্ধকে নিরাপদ আশ্রয়ে নেয়া ছবি ভাইরাল হয়েছে৷ ভাইরাল হওয়া ছবির এই ছাত্রলীগ নেতা শাকিল খান দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি। তার এই মানবিক কাজের জন্য সাধারণ মানুষের মাঝে চলছে ব্যাপক আলোচনা৷
_______________________________________________
ছাত্রলীগের এই নেতা শাকিল খান জানান, রবিবার গভীর রাতে জেলা ছাত্রলীগ নেতাদের সাথে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় শেষে রাজশাহী থেকে নিজ বাড়ীতে ফিরছিলেন শাকিল৷ পথিমধ্যে দুর্গাপুর পৌরসভা বাইপাস সড়কে পোশাক বিহীন খালি শরীরে পাকা সড়কের মাঝে অসুস্থ অবস্থায় আশিঊর্ধ্ব বয়সী বাক প্রতিবন্দি এক বৃদ্ধকে সড়কে পড়ে থাকতে দেখে বাজারে টহলরত পুলিশ সদস্যদের সহযোগীতা নিয়ে নিজগাড়ী করে হাসপাতালে নিয়ে যান তিনি।
যেই ছবি এখন ফেসবুক ওয়ালে ঘুরে বেড়াচ্ছে। কোনো অবিভাবক না পাওয়ায় নিজে দায়িত্ব নিয়ে অসুস্থ বৃদ্ধা’কে হাসপাতালে ভর্তি করেন, সেই সাথে চিকিৎসার খরচের দায়িত্ব তিনি গ্রহণ করেন। গভীররাতে রাস্তায় পড়ে থাকা অপরিচিত একজন অসুস্থ বৃদ্ধাকে নিজগাড়ী করে হাসপাতালে নিয়ে এসে তার সুস্থতায় চিকিৎসার ব্যবস্থায় ব্যস্ত হয়ে পড়া একজন ছাত্রনেতার এমন মানবিক আচরন দেখে উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিল খানের ভূয়সী প্রশংসা করেন কর্তব্যরত চিকিৎসক।