নিউজ ডেস্ক : নেট দুনিয়ার জনপ্রিয় শিল্পীর সঙ্গে গান গাইতে দেখা গেল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও। শ্রীলঙ্কায় বর্তমানে চলছে দেশটির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর।
লঙ্কান প্রিমিয়ার লিগেই বর্তমানে খেলছেন সাকিব। ইতিমধ্যে টুর্নামেন্টের এবারের আসরে বেশ ভালো অবস্থানেই আছে টাইগার অলরাউন্ডারের দল গল টাইটান্স। আর এখানেই ইয়োহানির সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে লঙ্কান প্রিমিয়ার লিগের অফিসিয়াল পেইজে ইয়োহানির সঙ্গে সাকিবের সেই অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এতেই ইয়োহানির সঙ্গে গান গাইতে দেখা যায় সাকিবকে। বছর কয়েক আগেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল ‘মানিকে মাগে হিথে’ শিরোনামে একটি গান। এই গান গেয়েই এশিয়ায় বেশ সাড়া জাগিয়েছিলেন গায়িকা ইয়োহানি। অনুষ্ঠানের এক পর্যায়ে সিঙ্গিং চ্যালেঞ্জ অংশে সাকিবকে গান গাওয়ার চ্যালেঞ্জ করেন ইয়োহানি।
একটি হিন্দি গানের কয়েক লাইন গেয়ে শোনান তিনি। তখন সাকিবকেও বেশ ভালোভাবেই ইয়োহানির সঙ্গে গলা মিলিয়ে সেই গান গাইতে দেখা যায়। এর আগে অনুষ্ঠানের শুরুতে ইয়োহানি সাকিবকে প্রশ্ন করেন, লঙ্কা প্রিমিয়ার লিগে কেমন সময় কাটছে সাকিবের। উত্তরে সাকিব বলেন, যতদুর মনে করতে পারছি, অনূর্ধ্ব-১৯ এর সময় থেক্লে আমি শ্রীলঙ্কায় আসছি, বাংলাদেশও অন্তত প্রতি দুই বছরেই একবার করে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে আসে। সেই হিসেবে আমি অনেকবারই এখানে এসেছি। তবে এলপিএল খেলতে এবারই প্রথম এখানে এসেছি, এর অংশ হতে পেরে খুব ভালো লাগছে, দলও ভালো পর্যায়ে আছে, সব মিলিয়ে ভালো যাচ্ছে সময়।
লঙ্কান প্রিমিয়ার লিগেই বর্তমানে খেলছেন সাকিব। ইতিমধ্যে টুর্নামেন্টের এবারের আসরে বেশ ভালো অবস্থানেই আছে টাইগার অলরাউন্ডারের দল গল টাইটান্স। আর এখানেই ইয়োহানির সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে লঙ্কান প্রিমিয়ার লিগের অফিসিয়াল পেইজে ইয়োহানির সঙ্গে সাকিবের সেই অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এতেই ইয়োহানির সঙ্গে গান গাইতে দেখা যায় সাকিবকে। বছর কয়েক আগেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল ‘মানিকে মাগে হিথে’ শিরোনামে একটি গান। এই গান গেয়েই এশিয়ায় বেশ সাড়া জাগিয়েছিলেন গায়িকা ইয়োহানি। অনুষ্ঠানের এক পর্যায়ে সিঙ্গিং চ্যালেঞ্জ অংশে সাকিবকে গান গাওয়ার চ্যালেঞ্জ করেন ইয়োহানি।
একটি হিন্দি গানের কয়েক লাইন গেয়ে শোনান তিনি। তখন সাকিবকেও বেশ ভালোভাবেই ইয়োহানির সঙ্গে গলা মিলিয়ে সেই গান গাইতে দেখা যায়। এর আগে অনুষ্ঠানের শুরুতে ইয়োহানি সাকিবকে প্রশ্ন করেন, লঙ্কা প্রিমিয়ার লিগে কেমন সময় কাটছে সাকিবের। উত্তরে সাকিব বলেন, যতদুর মনে করতে পারছি, অনূর্ধ্ব-১৯ এর সময় থেক্লে আমি শ্রীলঙ্কায় আসছি, বাংলাদেশও অন্তত প্রতি দুই বছরেই একবার করে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে আসে। সেই হিসেবে আমি অনেকবারই এখানে এসেছি। তবে এলপিএল খেলতে এবারই প্রথম এখানে এসেছি, এর অংশ হতে পেরে খুব ভালো লাগছে, দলও ভালো পর্যায়ে আছে, সব মিলিয়ে ভালো যাচ্ছে সময়।