নিউজ ডেস্ক : গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। আজ বুধবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ইকরা বিনতে হাফিজ (২৮) নামে এক ইন্টার্ন নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার গাড়িচালক।
নিহত ইকরা বিনতে হাফিজ (২৮) ঢাকার উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। তার স্বামীর নাম মাহী। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করছেন বরিশাল ফায়ার সার্ভিস কর্মীরা। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন সূত্রে জানা যায় গাছের সঙ্গে ধাক্কায় প্রাইভেটকারটি সামনের অংশ দুমরে-মুচরে গেছে। কেটে আধাঘণ্টার চেষ্টায় চালককে বের করা হয়েছে। তবে এর আগেই চিকিৎসককে বের করা হয়। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার পরই তিনি মারা গেছেন।