নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সাক্ষরিত চিঠিতে আগামী ২ সেপ্টেম্বর রাজশাহী মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করে সে অনুযায়ী প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়।
ইতিমধ্যে রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে পদ-প্রত্যাশীদের কর্মী-সমর্থকদের মধ্যে এক প্রকার খুশির আমেজ বিরাজ করছে। সূত্রমতে, চলতি বছরের ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি তিনদিন ধরে নগর যুবলীগের পদপ্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত (সিভি) জমা নেয় কেন্দ্রীয় কমিটি। নির্ধারিত ওই সময়ের মধ্যে সভাপতি-সম্পাদক দুই শীর্ষ পদের জন্য মোট ২৮ জন নেতা তাদের জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন।
সর্বশেষ মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ৫ মার্চ। ওই সম্মেলনে রমজান আলীকে সভাপতি ও মোশাররফ হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
ইতিমধ্যে রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে পদ-প্রত্যাশীদের কর্মী-সমর্থকদের মধ্যে এক প্রকার খুশির আমেজ বিরাজ করছে। সূত্রমতে, চলতি বছরের ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি তিনদিন ধরে নগর যুবলীগের পদপ্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত (সিভি) জমা নেয় কেন্দ্রীয় কমিটি। নির্ধারিত ওই সময়ের মধ্যে সভাপতি-সম্পাদক দুই শীর্ষ পদের জন্য মোট ২৮ জন নেতা তাদের জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন।
সর্বশেষ মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ৫ মার্চ। ওই সম্মেলনে রমজান আলীকে সভাপতি ও মোশাররফ হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।