নিউজ ডেস্ক: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান –এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ মহোদয়ের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর অন্দ্রজালিক নেতৃত্ব এবং সম্মোহনী ব্যক্তিত্ব সমগ্র বাঙালি জাতিকে এক সূত্রে প্রথিত করেছিল। যার ফলে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ,বিকাশ ঘটেছে বাঙালি জাতিসত্তার। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি যখন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন কাজে আত্মনিয়োগ করেন, ঠিক তখনই
১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার পরাজিত শক্তি তাঁকে পরিবারের বেশিরভাগ সদস্যসহ হত্যা করে। আজ ১৫ ই আগস্ট, জাতীয় শোক দিবস । ১৫ ই আগস্ট এর সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ (১৫ আগস্ট) মঙ্গলবার সকাল ০৮.০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান–এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ খ্রী: উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মোঃ ছাইদুল হাসান পিপিএম মহোদয় সকাল ৮.০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পূর্ব দক্ষিণ কোণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন । পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ সহ ১৫ ই আগস্টে শাহাদত বরণ কারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ রোকনুজ্জামান সরকার, অতি: পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস ) চাঁপাইনবাবগঞ্জ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চে জাতীয় শোক দিবস-২০২৩ খ্রী: উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । এছাড়া বাদ আসর সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহণে জেলা পুলিশ লাইন্স জামে মসজিদে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।