নিউজ ডেস্ক : ১৫ আগস্ট মঙ্গলবার রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন বহরামপুর মধ্যপাড়া হতে সকাল ১০:৫০ টায় একজন মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম হিরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি।
গ্রেফতারকৃত মো: শহিদুল ইসলাম (৪২)। সে রাজশাহী জেলার দুর্গাপুর থানার মধ্যপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) আতিকুর রেজা সরকারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ সকাল ৯:১০ টায় রাজশাহী জেলার দুর্গাপুরের পল্লীবিদ্যুৎ ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ১৫ আগস্ট ২০২৩ রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন বহরামপুর মধ্যপাড়ার মো: শহিদুল ইসলাম তার বসতবাড়ির উত্তর পার্শ্বের মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিক্রি করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নির্দেশে ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) আতিকুর রেজা সরকারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ সকাল ১০:৩০ টায় অভিযান পরিচালনা করে।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে পুলিশ অভিযুক্ত মো: শহিদুল ইসলামের দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোঁচা হতে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম বাদামি রঙয়ের হিরোইন-সহ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত মো: শহিদুল ইসলাম একজন চিহ্নিত মাদককারবারী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় ১৪ টি মামলা রুজু হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মো: শহিদুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে। ,
গ্রেফতারকৃত মো: শহিদুল ইসলাম (৪২)। সে রাজশাহী জেলার দুর্গাপুর থানার মধ্যপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) আতিকুর রেজা সরকারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ সকাল ৯:১০ টায় রাজশাহী জেলার দুর্গাপুরের পল্লীবিদ্যুৎ ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ১৫ আগস্ট ২০২৩ রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন বহরামপুর মধ্যপাড়ার মো: শহিদুল ইসলাম তার বসতবাড়ির উত্তর পার্শ্বের মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিক্রি করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নির্দেশে ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) আতিকুর রেজা সরকারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ সকাল ১০:৩০ টায় অভিযান পরিচালনা করে।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে পুলিশ অভিযুক্ত মো: শহিদুল ইসলামের দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোঁচা হতে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম বাদামি রঙয়ের হিরোইন-সহ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত মো: শহিদুল ইসলাম একজন চিহ্নিত মাদককারবারী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় ১৪ টি মামলা রুজু হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মো: শহিদুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে। ,